তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস আবারো তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, এবার দৈনিক উৎপাদন কমানো হবে ১ দশমিক ১৫ মিলিয়ন ব্যারেল। বাজার স্থিতিশীল থাকার পরও পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।
গতকাল সোমবার ভার্চুয়ালি বৈঠক করে ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়াও এই সংস্থার সদস্য। এর আগে গত বছরের অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমায়। তাদের ওই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র।
সূত্রঃ আলজাজিরা ও রয়টার্স