ফিলিস্তিনিদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল সরকারের যে আচরণ করছে তারও কড়া সমালোচনা করছে ট্রুডো। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরাইলে এখন যা ঘটছে তার জন্য আমরা নিন্দা জানাই। গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলারও নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইসরাইলি সরকারের বক্তব্যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাদের বিচার বিভাগীয় সংস্কার নিয়েও উদ্বিগ্ন। আমরা আল-আকসা মসজিদের চারপাশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজা থেকে রকেট হামলার কঠোর জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘গাজায় হামাসকে উড়িয়ে দেয়ার সময় এসেছে।’

সূত্রঃরয়টার্স