অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২২, ১২:০৯

পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমশিন (বিইআরসি)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আগের দাম বহাল রাখার ঘোষণা দেয়।

এর আগে মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের কথা জানায় বিইআরসি।

এতে বলা হয়,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বাবিউবো) বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাব বা আবেদন সম্পর্কিত কমিশন আদেশ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

এদিকে বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখন বাড়ছে না। তিনি বলেন, যেহেতু খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রভাব পড়েনি। তাই আপাতত দাম বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। পরবর্তীতে যদি এ ধরনের কোনো প্রভাব পড়ে, তখন দেখা যাবে। যদি দাম বাড়ানোও হয়, তা হবে খুব সামান্য।

এর আগে ২ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো: আব্দুল জলিল জানিয়েছিলেন, আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *