০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১১
মন্দকে দূর করা সর্বোত্তম আচরণ দিয়ে
ভালো আর মন্দ সমান নয়। মন্দকে দূরীভূত করো সর্বোত্তম (আচরণ) দিয়ে। তাহলে দেখা যাবে যার সাথে তোমার শুত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। ধৈর্যশীল ছাড়া এ গুণ আর কারো ভাগ্যে জোটে না এবং অতি ভাগ্যবান ছাড়া এ মর্যাদা আর কেউ লাভ করতে পারে না।
সূরা হামিম আস-সাজদাহ, আয়াত : ৩৪-৩৫
ভালো ও মন্দ কাজে সুপারিশকারীর পুরস্কার
যে ভালো কাজের সুপারিশ করবে, তার পুরস্কারে তার অংশ থাকবে। আর যে কেউ মন্দ কাজের সুপারিশ করবে, তাতেও তার অংশ থাকবে। প্রতিটি বিষয়ে আল্লাহ দৃষ্টি রাখেন।
-সূরা আন নিসা, আয়াত-৮৫