‘জাতির সংকট নিরসনে জাতীয় সরকার’ শিরোনামে একটি লিখিত প্রস্তাব বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত রোববার রাতে পাঠানো তাঁর প্রস্তাবে ৯ মাসের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন এবং এর পরের ৬ মাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট কারচুপির আশঙ্কা বেশি। যে কারণে ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম ব্যবহার না করার পক্ষে প্রস্তাবে মত দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধসহ কিছু ঐতিহাসিক ঘটনা উল্লেখ করার পাশাপাশি বর্তমান সরকারের ভালো-মন্দ ও নিজের দেওয়া প্রস্তাব তুলে ধরেন জাফরুল্লাহ চৌধুরী। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, মণি সিংহ, মুজফফর আহমদ, জিয়াউর রহমান, সিরাজ সিকদার, বিচারপতি আবু সাইয়ীদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের আগের এবং পরের নানা ঘটনা ও প্রেক্ষাপটের সংক্ষেপিত বর্ণনাও তিনি দিয়েছেন।