অনলাইন ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯

ইন্দোনেশিয়ায় পবিত্র কুরআন তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করেছেন এক নারী। তিনি সূরা বাকারার ৫ নম্বর আয়াত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী জাকার্তার একটি শহরে মারা যান তিনি। নারীদের শিক্ষাবিষয়ক একটি লাইভ অনুষ্ঠানে ‘সকালের জিকির-দোয়া’ পাঠ করছিলেন তিনি।

ওই নারীর নাম শিক্ষিকা তাসলিমা। তার এরূপ মৃত্যুর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আল জাজিরা মুবাশিরের প্রতিবেদনে জানানো হয়, দেশটির তাবার্টা শহরে উপস্থিত নারীদের উদ্দেশে পবিত্র কুরআন খতম করছিলেন শিক্ষিকা তাসলিমা।

প্রতিবেদনে আরো জানা যায়, কুরআর পাঠ শেষ করে পুনরায় সূরা বাকারা থেকে শুরু করেন তিনি। এরপর ওই সূরার পাঁচ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন তিনি। আয়াতের অর্থ হলো- ‘তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম। ’ এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কুরআনের সেই আয়াতটি ছিল তার পঠিত সর্বশেষ আয়াত।

তেলাওয়াতের মধ্যভাগে এমন পরিস্থিতিতে বিস্মিত হয়ে পড়েন উপস্থিত নারীরা। তাৎক্ষণিক উপস্থিত অনেকে তার সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *