নিষেধাজ্ঞার হুমকি জার্মানির

১১ অক্টোবর ২০২২, ২৬ আশ্বিন ১৪২৯, ১৪ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে টানা চার সপ্তাহ ধরে সরকারবিরোধী যে বিক্ষোভ চলছে তাতে এখন পর্যন্ত অন্তত ১৮৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে ১৯ শিশুও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ২২ বছরের মাশার জানাজার দিন থেকে এ বিক্ষোভের শুরু হয়। তার একদিন আগে মারা যান মাশা। মারা যাওয়ার আগে তিন দিন তিনি হাসপাতালে কোমায় ছিলেন।
মাশার জন্য ন্যায়বিচারের দাবিতে সাকেজ শহরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার আগুন এখন পুরো ইরান জুড়ে জ্বলছে। এ দিকে ডয়েচে ভেলের খবর অনুসারে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক জানিয়েছেন,ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটিতে যেভাবে বিক্ষোভ দমন করা হচ্ছে, তার প্রতিবাদে এই ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃরয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *