১৩ অক্টোবর ২০২২, ২৮ আশ্বিন ১৪২৯, ১৬ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কটে পড়েছে শীত প্রধান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ পুরো বিশ্বে। রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলোর বেশির ভাগের কাছে তেল-গ্যাস রফতানি সীমিত করেছে দেশটি। আসন্ন শীতে জ্বালানি সঙ্কটের কারণে ভোগান্তি থেকে বাঁচতে ইতোমধ্যেই জ্বালানির বিকল্প খোঁজা শুরু করেছে জার্মানি, ফ্রান্সসহ একাধিক দেশ। তবে যুক্তরাষ্ট্র ইইউতে জ্বালানি সঙ্কটের এই সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী।
ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার বলেছেন, ওয়াশিংটন ইইউকে চারগুণ দামে গ্যাস বিক্রি করছে। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সঙ্ঘাতের পরিণতি ভোগ করছে ইউরোপীয় ইউনিয়ন। আর এ সময় যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক জ্বালানি বাজারে আধিপত্য বিস্তার করতে দেয়া উচিত নয়। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতাকালে এসব কথা বলেন মায়ার।
বক্তৃতায় তিনি বলেন, ‘ইউক্রেনের সঙ্ঘাতের পরিণতিতে আমেরিকার অর্থনৈতিক আধিপত্য এবং ইইউকে দুর্বল করে দেয়া উচিত নয়। তরলিকৃত প্রাকৃতিক গ্যাস ওয়াশিংটন তার নিজস্ব শিল্পপতিদের জন্য নির্ধারিত দামের চারগুণে বিক্রি করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউরোপের অর্থনৈতিক দুর্বলতা যেন কারো স্বার্থ না হয়। তিনি আরো বলেন, আমাদের অবশ্যই আমেরিকান অংশীদার এবং ইউরোপীয় মহাদেশের মধ্যে জ্বালানি ইস্যুতে আরো ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্কে পৌঁছতে হবে। ইউক্রেনের সঙ্ঘাতের আগে রাশিয়া ছিল ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম গ্যাস সরবরাহকারী। ব্লকের প্রায় ৪৫ শতাংশ গ্যাস সরবরাহ করত দেশটি।

সূত্রঃ ব্লুমবার্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *