অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২২,২৯ আশ্বিন ১৪২৯,১৭ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি
রাশিয়ার আগ্রাসনকে অন্যায় ও নৃশংস আখ্যায়িত করে চলমান যুদ্ধে ইউক্রেনকে অর্থসহ যে কোনো চাহিদা মেটাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন জি-৭ (গ্রুপ অব সেভেন) এর নেতারা। একই সঙ্গে তারা মস্কোকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) এক ঘোষণায় জি-৭ নেতারা ইউক্রেনের পাশে থাকার এ প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপি’র।
ওয়াশিংটনে জি-৭ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকারদের এক সম্মেলন শেষ এক বিবৃতিতে বলা হয়, তারা রাশিয়ান তেলের প্রস্তাবিত মূল্যসীমার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং জোটে অস্ট্রেলিয়ার যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা করেন জি-৭ নেতারা। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা যতদিন দরকার হয়, ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাব ও তাদের পাশে থাকব।
সূত্রঃএএফপি’র।