অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষের পর আবারো বিরোধে জড়িয়েছে দেশ দুটি। মঙ্গলবারের ওই সংঘর্ষে ১০০ জনের মতো আর্মেনীয় সৈন্য নিহত হওয়ার এক দিন পর আবারো সংঘর্ষের কথা জানিয়েছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২০২০ সালের যুদ্ধের পর মঙ্গলবার সবচেয়ে বড় সংঘর্ষে জড়ায় ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বী সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি।

বুধবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এদিন সকালে কামান, মর্টার ও ছোট অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আজারবাইজান।

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়ে আর্মেনিয়া অভিযোগ করেছে, প্রতিপক্ষ তাদের সার্বভৌম অঞ্চলে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত রাশিয়া এবং তুরস্কের মতো শক্তিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করবে এবং ইউক্রেনে যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার সময়ে তেল ও গ্যাস বহনকারী পাইপলাইনের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর অস্থিতিশীল হবে।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *