১৮ অক্টোবর ২০২২,২ কার্তিক ১৪২৮,২১রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে অস্ট্রেলিয়া সরকারকে প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্টার হোসেইন আল-শেখ মঙ্গলবার টুইটার পোস্টে বলেছেন, ‘জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সঙ্কট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে তার জন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই।’

আল-কুদসের সার্বভৌমত্বের প্রশ্নে আন্তর্জাতিক যে বৈধ স্থায়ী সমাধানের প্রতি অস্ট্রেলিয়া সমর্থন দিয়েছে সেজন্য দেশটির প্রশংসা করেন হোসেইন আল-শেখ।

গতকাল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ফিলিস্তিন সঙ্কটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

তিনি বলেন, জেরুসালেমের মর্যাদা নির্ধারিত হবে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনায়, কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে নয়।

সূত্র : পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *