অনলাইন ডেস্ক শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ১১:০০
দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে সরকারের প্রতি লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছেন। গতকাল সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন তাদের মগবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, বর্তমানে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করা এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেন, বিপণি বিতান এবং দোকান দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা, অফিস সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৩টা আর শিক্ষাপ্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার দাবি জাপ্রণ। এতে যানজট কমবে, জ্বালানি তেল সাশ্রয় হবে এবং মানুষের কর্মঘণ্টা বৃদ্ধি পাবে। রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়। ডলার রিজার্ভ কমতে থাকায় জ্বালানি সাশ্রয়ের জন্য শুরু করা হয় এলাকাভিত্তিক লোডশেডিং। আমরা সরকারি সিদ্ধান্ত মেনেই নির্দিষ্ট সময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই।