অনলাইন ডেস্ক ২৬ আগস্ট ২০২২,২১:১৫
ইসলাম গ্রহণ করেছেন চিসাতো তুর্কমেন (৩২) নামে এক জাপানিজ নারী। তুর্কি স্বামীর নামাজ ও অন্যান্য ইবাদত দেখে মনমুগ্ধ হয়ে ইসলামে প্রবেশ করলেন তিনি।বৃহস্পতিবার তুরস্কের কোতাহিয়া প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন চিসাতো তুর্কমেন। এ সময় তার স্বামী ওয়টন তুর্কমেনও উপস্থিত ছিলেন।
চিসাতো তুর্কমেনের ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠানে কোতাহিয়ার সহকারী প্রাদেশিক মুফতি ফয়জুল্লাহ কোজাক তাকে কালিমায়ে শাহাতাদ পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।
চিসাতো তুর্কমেন জানান, তিনি তার নতুন নাম নির্ধারণ করেছেন ‘জিনান’। ইসলাম গ্রহণের পর তাকে জাপানিজ ভাষায় অনুদিত একটি কুরআনে কারিম উপহার দেয়া হয়।আনাদোলু এজেন্সিকে নওমুসলিমা জিনানের স্বামী জানান, স্ত্রীকে কোনো ধরনের চাপ দেননি তিনি। সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন তার স্ত্রী।
তিনি আরো জানান, জাপানে কাজের উদ্দেশে গিয়েছিলেন তিনি। পরে চিসাতোর সাথে তার পরিচয়। এরই সূত্র ধরে ২০১৭ সালে বিয়ে করেন তারা। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে।
সূত্র : আনাদোলু এজেন্সি