১৯ আগস্ট ২০২২, ১৯:১৫
শুক্রবার ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ডে ‘টবগী-১’ উন্নয়ন কূপ খনন শুরু করেছে পেট্রোবাংলা। রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমকে ড্রিলিং কার্যক্রম পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে খনন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, প্রকল্প পরিচালকসহ বাপেক্স ও গ্যাজপ্রমের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান জানান, কূপটি প্রায় ৩ হাজার ৫০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এ কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। বাপেক্স ২০২২-২৫ সালে মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভার কূপ খননের একটি প্রকল্পের অংশ হিসেবে ভোলায় তবগি-১ কূপ খনন শুরু করেছে। একই প্রকল্পের অধীনে আরও দুটি অনুসন্ধান কূপ-ইলিশা-১ এবং ভোলা উত্তর-২ খনন করা হবে।