০৬ অক্টোবর ২০২২, ২১ আশ্বিন ১৪২৯, ৯ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি

ছবি সংগৃহীত

চিনির দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন করে প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তপন কান্তি ঘোষ বলেন,‘আজকের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি দামের যে তেল বাজারে আছে, সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে সয়াবিন তেল বাজারে যাবে, সেটা লিটারে ১৪ টাকা কম দামে বিক্রি হবে। আর চিনি ও পাম অয়েলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।’

তিনি বলেন,নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির দাম ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা ঠিক করা হয়েছে।

চিনির দাম বৃদ্ধির কারণ জানিয়ে সিনিয়র সচিব সচিব তপন কান্তি ঘোষ বলেন,আগে আমরা ডলারের বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দাম ধরতাম না। কিন্তু প্রতি ডলারের বর্তমান দাম ১০৫ টাকা ধরলে চিনির দাম বেশি হয়। তাই প্রতি কেজি চিনির দাম ৬ টাকা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *