অনলাইন ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২২,১০:৩৮

মূল্যস্ফীতি আওতাধীন রাখতে আবারো বাড়ানো হয়েছে রেপোর সুদহার। রেপো সুদহার সাড়ে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি কমিটির ৫৬তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

ফলে, রেপো তথা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেয়া ধারের বিপরীতে এই বর্ধিত হারে সুদ দিতে হবে। রেপোর মাধ্যমে সাধারণত এক দিনের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা বা জমা রাখা হয়।

রাশিয়া-ইউক্রেন সংঘাত ও টাকার মান কমে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। এটি সামাল দিতে তিন মাসের ব্যবধানে রেপো হার আবারো বাড়ানো হলো। এবার বাড়লো ২৫ বেসিস পয়েন্ট।

তবে অন্যান্য নীতি সুদহার যেমন- রিভার্স রেপো ৪ শতাংশ, বিশেষ করে রেপো ৮ শতাংশ ও ব্যাংক রেটে ৪ শতাংশে কোনো বদল করা হয়নি।

এ নির্দেশনা ২ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৩০ জুন চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণার সময় রেপো সুদহার ৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক।

তার আগে ২৯ মে রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *