শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২, ১৯ কার্তিক ১৪২৯,০৮ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সুদের হার আবার বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আমেরিকা। প্রতিক্রিয়ায় এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।মুদ্রাস্ফীতি সামলাতে আবার সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর ফলে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড বৃদ্ধি হলো।

সেন্ট্রাল ব্যাংকের আশা, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। অর্থনীতি স্থির হবে। কিন্তু সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের ফল ভালো হবে না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন, সুদের হার আরো বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর যুক্তরাষ্ট্রসহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হার বাড়িয়েছে ও বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ার বাজারে ধস নামে। হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ার বাজারে নিম্নমুখী হয়। সিডনিতেও শেয়ার বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ছুটির দিন বলে জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ার বাজার ৪৪৮ পয়েন্ট পড়েছে, সাংহাইতে পড়েছে শূন্য দশমিক দুই শতাংশ, সিওলে শূন্য দশমিক ছয় শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *